আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বায়োনটেক-ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে৷ এর ফলে মাসের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো৷ খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে৷ জার্মানিসহ বিভিন্ন দেশ আবারো লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে৷ ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো৷ জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক টিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান৷
তবে আগে থেকেই বিভিন্ন দেশ টিকা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন৷ ফলে ইইউয়ের প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরো এক ধাপ আগানো গেল৷
এখন ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ইইউয়ের দেশগুলো টিকাদেয়া শুরু করতে পারবে৷ অনুমোদনের পাওয়ার আগে থেকেই ২৭ ডিসেম্বর থেকে টিকা দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিল জার্মানি৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।