
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তার দল গণতন্ত্রে বিশ্বাস করে; জুলুম, নির্যাতন, হামলা-মামলার রাজনীতিকে সমর্থন করে না। শনিবার সন্ধ্যায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের দীঘিরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঈন খানের দাবি, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের বিপুল সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়েছে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি দাবি করলেও আচরণে তারা স্বৈরাচারী। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশকে দ্বিতীয়বার বাকশালের দিকে ঠেলে দিয়েছে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্যে, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংক-বীমাসহ দেশের সম্পদ আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলমসহ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



