কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে আতিকুর রহমান (২৮) নামে এক বাংলাদেশির ঘরের পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৯ এর নিকটে এই ঘটনাটি ঘটে।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড (বিজিবি) কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুর রহমান এবং ভারতীয় ৩৮ ব্যাটালিয়নের (বিএসএফ) কুর্শারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এমএস রাতোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির মালিক আতিকুর রহমানকে ঘরের জিনিসপত্র অনত্র সরিয়ে ফেলার নির্দেশ দেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার উত্তর বিদ্যাবাগিস সীমান্তঘেষা গ্রামের নুর ইসলামের ছেলে আতিকুর রহমান (২৮) সীমান্ত লাগোয়া ইটের গাঁথুনী দিয়ে টিনসেডের ও ইট দিয়ে তিন ফিট ঘর নির্মাণ কাজ শেষ করেন। বিষয়টি ৩৮ বিএসএফ কুর্শারহাট বিওপি জানতে পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধীনে গংগারহাট বিওপিকে সীমান্ত লাগোয়া পাকা ঘরবাড়ি সরিয়ে নেয়ার জন্য সির্দেশ প্রদান করে। এরই সূত্র ধরে শনিবার ওই গ্রামে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাড়ির মালিক আতিকুর রহমান ও তার বাবা নুর ইসলাম ঘরের পাকা স্থাপনা ভেঙে ফেলেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুর রহমান জানান, বাড়ির মালিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে পাকা স্থাপনা করায় বাড়ির মালিকের মাধ্যমে ওই ঘরের পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এখানে আমাদের করার কিছুই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।