আন্তর্জাতিক ডেস্ক : বস্তুটা দেখতে উল্কাপিণ্ডের মতোই। কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত প্রাথমিক অনুমানে তা-ই বলা হচ্ছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের রাজস্থানের জালোর জেলার সানচোরে শহরে আকাশ থেকে তীব্র গতিতে ছুটে এসে আছড়ে পড়েছে এই বস্তু, যাকে মাঝারি মাপের উল্কা বলছেন অনেকে। বিকট শব্দও শুনেছেন অনেকে। এই ঘটনায় মাটিতে ২-৩ ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। তবে উল্কাপাতের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের খবর, এলাকায় যে জায়গায় উল্কাটি পাওয়া যায়, সেখানে একটি বিস্ফোরণের মতো আওয়াজ শুনেছেন অনেকেই। বিকট আওয়াজে আছড়ে পড়ে মাটিতে। খুব ভোরের সেই আওয়াজে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। শহরের কাছেই গায়েত্রী চৌক এলাকায় ওই অদ্ভূত পাথরখণ্ডটি পাওয়া যায়। স্থানীয়রাই প্রথমে দেখেছেন। পরে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।
সানচোরের সাব ডিভিশনাল অফিসার ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সকাল ৭টার সময় ওই উল্কাপিণ্ডটি খুঁজে পাওয়া যায়। বস্তুটির ওজন প্রায় ২.৮ কেজি।
তিনি বলেন, আমরা পাথরের খণ্ডটি যেখানে পাই, সেখানে প্রায় ২-৩ ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বস্তুটিকে উদ্ধার করে দিল্লিতে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেটি এখন নিরাপদ স্থানেই রাখা হয়েছে।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ভিড় করে গর্তটিকে দেখতে যাচ্ছেন। এই মহাজাগতিক ঘটনা নিয়ে উত্সাহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরাও।
এর আগেও রাজস্থানে উল্কাপাত ঘটেছে। রাজস্থানের আলওয়ারে আছড়ে পড়েছিল একটি বড় আকারের উল্কাপিণ্ড। অন্ধকার আকাশের বুক চিরে তীব্র গতিতে ছুটে আসা আলোর রেখা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। একটি কারখানার কম্পাউন্ডের মধ্যে উল্কার আঘাতে ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।
প্রসঙ্গত, এই রহস্যময় বস্তুটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকের কথায়, এই বস্তুটি উল্কা নয়, শত্রুপক্ষের ছোঁড়া মর্টারের একটা অংশ। কারণ, স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, বস্তুটি মাটিতে পড়ার সময় বেশ গরম ছিল। জ্বলন্ত অবস্থাতেই আছড়ে পড়ে সেখানে। তার সঙ্গে ছিল বিকট শব্দ। কীভাবে এল, তা এখনও পরিষ্কার নয়।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।