জুমবাংলা ডেস্ক : দারিদ্রের কারণে সন্তান বিক্রি করা গাইবান্ধা সদরের রুপার বাজারের সেই আঙ্গুর রাণী ও শাজাহান দম্পতি রবিবার পেলেন জেলা প্রশাসকের মানবিক সহায়তা। জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে তাদের হাতে ডিসি আবদুল মতিন তুলে দিলেন একটি ভ্যানগাড়ি, শিশুখাদ্য এবং খাদ্যসামগ্রী।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর গাইবান্ধার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন সদরের আঙ্গুর রাণী। ক্লিনিকের বিল হয় ১৬ হাজার টাকা। বিল পরিশোধ করতে না পেরে এবং ভবিষ্যতে লালন পালনের খরচ যোগাতে না পারার শঙ্কায় নবজাতককে ২০ হাজার টাকায় করেন বাবা-মা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। জেলা প্রশাসক আব্দুল মতিন নিজে টাকা পরিশোধ করে নবজাতকটিকে ফিরিয়ে এনে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
রবিবার দুপুরে জেলা প্রশাসক ওই দম্পতিকে দপ্তরে ডেকে এনে একটি ভ্যান, শিশুখাদ্য এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রশাসক তাদের জন্য সব ধরণের সাহায্যের আশ্বাস দেন।
সহায়তা পেয়ে আঙ্গুর রানী বলেন, সন্তানকে মানুষ করতে পারব না, তাই বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। কয়েক রাত ঘুমাতে পারিনি। জেলা প্রশাসক আমার ভালবাসার ধন ফিরিয়ে দিয়েছেন।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, এই পরিবারটি যাতে আর কোনো সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।