জুমবাংলা ডেস্ক : বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এতে পুলিশ বাহিনী লজ্জিত বলেও জানান তিনি।
তিনি বলেন, পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে। এজন্য পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স’র কনফারেন্স হল রুমে সিলেট বিভাগের সব ইউনিটের কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্য এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি, বলে জানান তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদরা হলেন আমাদের কান্ডারী। আল্টিমেটলি তারাই দেশটা চালাবেন। রাজনৈতিক কুপ্রভাব যেন আর না আসে। সুপ্রভাবটা যেন আসে। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। গত ১৫ বছরে দলীয় স্বার্থে পুলিশ এমন কোনো অন্যায় নাই যা করে নাই। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক।
মতবিনিময় সভায় র্যাব’র অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ’র ডিআইজি মো.মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।