জুমবাংলা ডেস্ক : ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়ে শপথ নেওয়া হলো না গোলাম মোস্তফা তালুকদারের। শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। রবিবার বিকালে আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গোলাম মোস্তফা তালুকদার উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন তালুকদারের ছেলে। তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন সাবেক সেনা সদস্য গোলাম মোস্তফা তালুকদার (৫০)।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা তালুকদার ওই নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২১ ডিসেম্বর তিনি ব্রেইন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হলে শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন, এখনো উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়নি। যেহেতু শপথ গ্রহণের আগেই তার মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বিধি মোতাবেক আসনটি শূন্য ঘোষণা করে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।