জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী নতুন উদ্যোক্তা গড়ে উঠছে।
রোববার (১৮ জুলাই) বিডার মাল্টিপারপাস হলে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রকল্পের সাফ্যল্যের কথা তুলে ধরে বলেন, ‘তারুণ্যের শক্তি – বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২য় বছর মেয়াদী এ প্রকল্পের যাত্রা শুরু হয়।
তিনি বলেন, প্রায় ৫০ কোটি টাকার এ প্রকল্পের অধীনে দেশের ৬৪টি জেলায় উদ্যোক্তা তৈরীর কার্যক্রম গ্রহণ করা হয়। সদ্য শেষ হওয়া এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২৪ হাজার ৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
যার মধ্যে ৪ হাজার ৩৩৭ জন নতুন উদ্যোক্তা তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছেন এবং নতুন উদ্যোক্তারা বেসরকারিভাবে ১ হাজার ৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করবে।
বিডার নির্বাহী সদস্য মিজ মহাসিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে, চাকরি করা নয়, চাকরি দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে।
এসময়ে তিনি প্রকল্পের অধীনে ৬৪ জেলার প্রশিক্ষক সমন্বয়কদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা বিডার মুখ হয়ে গত দুই বছরে দেশব্যাপী অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, প্রকল্পের সাথে সাথে আজ আপনাদের ও প্রশিক্ষক সমন্বয়ক হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে।
কোভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সুন্দর ভাবে সার্থক ভাবে আপনাদের জন্যই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভাব হয়েছে। এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
এ সময়ে তিনি আরও বলেন, চাকরি করা থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, চাকরিতে অনেক লিমিটেশন থাকে, কিন্তু উদ্যোক্তাদের থাকে ‘sky is the limit’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিডা’র নির্বাহী সদস্য মিজ পারভিন আকতার, সঞ্জয় কুমার চৌধুরী, সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বক্তব্য রাখেন। এসময়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিডার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কদের অভিজ্ঞতা সনদ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


