জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ বিচারপতিরদের বাদদিয়ে রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনঝীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক বার্তায় বলেছেন, আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করছি।
অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের ওই শূন্য পদগুলোতে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করব (বৃহস্পতিবার) সকালের মধ্যেই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে। ।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে দাবি, সারা বাংলাদেশ খুলেতেছে। সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কেন? বিচার কাজ বন্ধ থাকবে কেন? অনতিবিলম্বে তথা রোববার থেকে বিচার কাজ চালুর অনুরোধ জানাচ্ছি। তবে আপিল বিভাগের বিতর্কিত, অতিরিক্ত আওয়ামী লীগ, রাজনৈতিকভাবে বিচার যারা করেছেন, হাইকোর্ট বিভাগের বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে সুপ্রিম কোর্ট খুলে দিতে হবে। ছাত্ররা অনেকের নাম বলেছে আমি নামগুলো বললাম না। তবে ছাত্রদের দাবির সাথে আমি একমত। বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে। এটা পঁচিয়ে ফেলেছে আওয়ীম লীগ সরকার।
পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার পথে বাধা পাওয়ার সত্যতা নেই : সদর দপ্তর
তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অসুস্থ বানিয়ে যারা বিদেশে রেখে পদত্যাগ করিয়েছে এবং দেশত্যাগে বাধ্য করেছেন তাদের বিচার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।