স্পোর্টস ডেস্ক: আইপিএলে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬৪ রানে হারিয়ে কলকাতার সমান পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করতে ব্যর্থ হয় গত দুই আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বাদ পরলেও আইপিএলের রেকর্ড বইয়ে নাম তুলেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
তরুণ বাঁহাতি ওপেনার ইশান কিশান ও টপঅর্ডার সূর্যকুমার যাদবের দুইটি ঝড়ো ইনিংসের ওপর ভর করে ২৩৫ রানের বিশাল রানের সংগ্রহ পায় মুম্বাই। যা আইপিএলে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেটে ২২৩ রান করেছিল তারা।
মুম্বাইকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে মাত্র ১৬ বলে অর্ধশত পূরণ করেন ইশান কিশান। যা কি না মুম্বাইয়ের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এতদিন ধরে ১৭ বলে ফিফটির রেকর্ড ছিল কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ও ইশান কিশানেরই। এবার তা এককভাবে নিজের করে নিলেন মুম্বাইয়ের হার্ড-হিটার ব্যাটসম্যান।
শুধু তাই নয়, আরব আমিরাতের মাটিতে আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ইশান। আমিরাতে হওয়া আইপিএলের গত আসরে হায়দ্রাবাদের বিপক্ষেই ১৭ বলে ফিফটি করেছিলেন নিকোলাস পুরান। যা এবার ভেঙে দিলেন মুম্বাইয়ের তরুণ বাঁহাতি।
শুধু দ্রুততম ফিফটি বা দলীয় রানেই রেকর্ড করেনি মুম্বাই। শুক্রবারের (৮ অক্টোবর) ম্যাচে পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে মুম্বাই। আইপিএলে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। ২০১৮ সালে দিল্লির বিপক্ষে বিনা উইকেটে ৮৪ রান করেছিল তারা।
মুম্বাইয়ের ২৩৫ রানের দলীয় সংগ্রহ গড়ার পথে ইনিংসে এসেছে ৩০টি চার। যা আইপিএলের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড এটি। ২০১৭ সালে গুজরাট লায়নসের বিপক্ষে ৩১টি চার মেরেছিল দিল্লি। আর আইপিএলে এই ম্যাচেই প্রথম এক ইনিংসে দুইজন ব্যাটসম্যান ৮০ রানের ইনিংস খেলার নজির গড়লেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।