আন্তর্জাতিক ডেস্ক : সারা তেন্ডুলকর গিয়েছেন ঘুরতে। দেশ ছাড়িয়ে সুদূর বিদেশে। সেখানেই শুরু করেছেন বানরের ব্যবসা। শুনে অবাক মনে হলেও এটাই ঘটেছে বাস্তবে।
সম্প্রতি হাওয়া বদল করতে সচিন কন্যা গিয়েছেন অস্ট্রেলিয়ায়। তিনি বরাবরই নিজের পছন্দমতো বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালবাসেন। সেখানেই এবার বাঁদরদের নিয়ে খেলেছেন তিনি। কখনও দেখা গিয়েছে বাঁদরদের সঙ্গে ঝুলতে, কখনও আবার ব্রিজের ওপর দাঁড়িয়ে শান্তমুখে পোজ দিতে। বাঁদরছানাদের নিয়ে হাসিমুখেই ছিলেন তিনি।
তিনি এমনকী ট্যাম্বোরিন রেইনফরেস্ট স্কাইওয়াকে অনেক মজাও করেছিলেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এই রেইনফরেস্ট। সেখানেই তিনি গাছের ডালে ঝুলে ছবিও দিয়েছেন।
ট্যাম্বোরিন রেইনফরেস্ট স্কাইওয়াক হল একটি ট্রিটপ ওয়াক যাতে একটি স্টিলের ক্যান্টিলিভার ব্রিজ রয়েছে যা নীচে রেইনফরেস্ট সহ খাঁড়ির উপরে ৩০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায়।
এই জায়গাটি প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ হাঁটাপথ যা বনের মেঝে ট্রেইল, ৩০০ মিটার উচ্চ প্রযুক্তির ইস্পাত সেতু দিয়ে বাঁধানো। এই সেতুর ওপরেই রয়েছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক সপ্তাহের সাত দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে।
সেখানেই গিয়েছেন সারা। সেখানে গিয়ে স্কাইওয়াকের ছবি পোস্ট করেছেন সচিন কন্যা। সে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে ইকোলজিক্যাল অ্যাডভেঞ্চার দেখতে পর্যটকদের উচ্ছ্বাস বেড়েছে আরও। ইতিমধ্যেই প্রচুর ভিউ হয়েছে সেই পোস্ট। বহু মানুষ কমেন্টও করেছেন সেখানে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel