বিনামূল্যে বিতরণকৃত বকনা বাছুরগুলোর ওজন কম হওয়ায় ফেরত পাঠালেন ইউএনও

bokna bacur

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিনামূল্যে বিতরণকৃত বকনা বাছুরগুলো ওজনে কম হওয়ায় ফেরত পাঠিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সজল মোল্লা। সোমবার কাউখালী উপজেলা পরিষদে এসব বাছুর বিতরণ করার কথা ছিল।

bokna bacur

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা জানান, সোমবার কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে ৩৫ জন সুবিধাভোগী জেলেদের মাঝে ৭০ থেকে ৮০ কেজি ওজনের বকনা বাছুর বিতরণের কথা থাকলেও ৫০ থেকে ৫৫ কেজি ওজনের বাছুরগুলো বিতরণের জন্য আনা হয়। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভ দেখা দিলে তিনি মৎস্য অফিসারকে বাছুরগুলো ওজন দিতে বলেন। ওজনে ৩৫টি গরুর মধ্যে কোনোটির ওজন ৫৫ কেজির উপরে হয়নি।

পরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিরোজপুর জেলা মৎস্য অফিসারকে বকনা বাছুরগুলোকে ফেরত পাঠিয়ে দিতে বলেন। তবে বকনা বাছুরের ওজন কম হওয়ার বিষয়ে জেলেরা ক্ষোভ প্রকাশ করলেও কোনো কথা বলতে রাজি হয়নি।

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত সাকিব ও মুস্তাফিজ

এ বিষয়ে পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সন্নামত জানান, মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের অধীনে নিবন্ধনকৃত বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে প্রতি বছরই কোনো না কোনো প্রণোদনা দিয়ে থাকে মৎস্য অধিদপ্তর। এবারের প্রণোদনায় যুক্ত ছিল বকনা বাছুর। এসব বাছুর প্রধান কার্যালয় থেকে কেনা হয়েছে। গরুগুলো ওজনে কম হওয়ার কারণে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন।