আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার এটি ঘোষণা করেন। এর আগে প্রেসিডেন্টের আইসল্যান্ড সফর উপলক্ষ্যে পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছিল ভারত।
কিন্তু পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই ভারতের এই অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় কাশ্মীরে দেশটির সরকারের দমন-পীড়নের প্রতিবাদেই এমন কঠিন অবস্থান নিয়েছে পাকিস্তান। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতেও বিষয়টি উল্লেখ করেন মেহমুদ কুরেশি।
Advertisement
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।