বিনিময়ের জন্য জনগণের কাজ করে না আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করার বিনিময়ে কী পায় তা কখনই বিবেচনা করে না। খবর ইউএনবি’র।

চট্টগ্রামে নবনির্মিত বাশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে তিনি বলেন, ‘বরং আমরা তাদের কল্যাণে আমরা কী করতে পারি তা বিবেচনা করি।’

তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গত ১৪ বছরে বাংলাদেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন করেছে কারণ ‘আমরা সবসময় চিন্তা করি আমরা জনগণের জন্য কী করতে পারি।’
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নতুন কার্যালয় তার দলের নীতি ও আদর্শ তৃণমূলে ছড়িয়ে দিতে সহায়তা করবে।

তিনি আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, তার সরকার দারিদ্র্য কমাতে অক্লান্ত পরিশ্রম করেছে এবং গত ১৪ বছরে জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহ সেবা নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার দলকে ভোট দিয়েছেন। আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

২ কোটি ৬০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ওষুধ