স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কাণ্ডে নিজের নাম জাড়িয়ে পাঁচ বছরের দীর্ঘ নিষেজ্ঞায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে খেলেন দুর্দান্ত। ফলে জায়গা হয় গেল আসরের অন্যতম ফ্রাঞ্চাইজি চিটাগাং ভাইকিংসে। কিন্তু, সেবার নামের সুবিচার করতে পারেননি আশরাফুল। মাত্র তিন ম্যাচে সুযোগ পান, গোটা টুর্নামেন্ট জুড়ে ছিলেন সাইটবেঞ্চে।

গেল বিপিএলে আশরাফুলকে নেওয়ার সময় অনেক আশাবাদ ব্যক্ত করেন চিটাগাং মালিক পক্ষ। কিন্তু এবার? এবার তো ঘরোয়া ক্রিকেটেও ফর্মহীন আশরাফুল। একেবারেই যাচ্ছেতাই পারফরম্যান্স। তারপরও শোনা যাচ্ছে, আশরাফুলকে রিটেইন করতে পারে চিটাগাং। কারণ, চিটাগং ভালো করেই জানে আশরাফুলেরর অভিজ্ঞতার ব্যাপারটি।
এদিকে আশরাফুলকে নিয়ে চিটাগং ভাইকিংস কোন বক্তব্য না দিলেও টাইগার ক্রিকেট পাড়ায় বলাবলি হচ্ছে তাকে রিটেইন করার ব্যাপারটি। আর সাবেক ক্রিকেটারও নিজেকে প্রস্তুত করতে ইতোমধ্যে ইংল্যান্ডে ঘরোয়া লিগ খেলে এসেছেন। নিজেকে ঝরঝরে করতে যা যা করণীয় সবই মেনে চলছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



