আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার ব্যাপারে ‘ভুয়া খবর’ ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেই ঘটনার জেরে ব্লুমবার্গ ও সিএনএন রাশিয়ার অভ্যন্তরে সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। রাশিয়ার নতুন আইনের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া’ খবর ছড়ানোর অভিযোগে কারাদণ্ড দেওয়া হতে পারে।
ব্লুমবার্গের এডিটর-ইন-চিফ জন মিকলেটউইট এক বিবৃতিতে বলেছেন, ফৌজদারি আইনের সংশোধনী, যা শুধু একীভূতকরণের মাধ্যমে যেকোনো স্বাধীন সাংবাদিককে অপরাধী করতে চায়।
সে দেশের মধ্যে যেকোনো ধরনের স্বাভাবিক সাংবাদিকতা বজায় রাখা অসম্ভব করে তুলেছে।
সিএনএনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি।
শুক্রবার সকালেই বিবিসি রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। বিবিসি রাশিয়ান-সহ বেশ কয়েকটি ওয়েবসাইট সে দেশে দেখা যাচ্ছে না। ফেসবুক, টুইটার এবং ইউটিউবেও এটিতে প্রবেশের সুযোগ নেই।
এদিকে তাস নিউজ এজেন্সি বলেছে, রুশ গণমাধ্যমে নজরদারি প্রতিষ্ঠান রোসকমনাজর টুইটারে প্রবেশ সীমিত করেছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, পরিষেবাটি আগে ব্লক করা হয়েছিল।
নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে একটি বার্তা প্রকাশিত হয়েছে; সেখানে উল্লেখ রয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার দিন থেকে টুইটারে ব্যবহারকারীদের প্রবেশ সীমিত করা হয়েছে। প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে এটি করা হয়েছে।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস, গ্লোবাল নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।