Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক স্লাইডার

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কArif ArifArmanDecember 16, 20252 Mins Read
Advertisement

মানহানির মামলাব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মানহানির মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, তার এক ভাষণের সম্পাদিত ভিডিও প্রচার করে বিবিসি এমনভাবে উপস্থাপন করেছে, যেন তিনি সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালাতে নির্দেশ দিয়েছিলেন।

মামলার দুটি অভিযোগের প্রতিটির জন্য ট্রাম্প ৫ বিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের অভিযোগ, ব্রিটেনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার সংস্থাটি ২০২১ সালের ৬ জানুয়ারির তার ভাষণের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে তার মানহানি করেছে। সেখানে একটি অংশে তিনি সমর্থকদের ক্যাপিটলের দিকে মার্চ করতে বলেছিলেন এবং আরেক অংশে ‘ফাইট লাইক হেল’ (জোরালোভাবে লড়াই করো) কথাটি বলেন। তবে যে অংশে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান করেছিলেন, সেটি বাদ দেওয়া হয়।

বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়েছিল বলে স্বীকার করেছে এবং স্বীকার করেছে যে, ওই সম্পাদনার কারণে এমন ভুল ধারণা তৈরি হয়েছে, যেন তিনি সরাসরি সহিংসতার ডাক দিয়েছিলেন। তবে সংস্থাটি বলেছে, মামলার কোনো আইনি ভিত্তি নেই।

বিবিসি টিভি লাইসেন্স ফি থেকে অর্থায়ন পায়, যা যুক্তরাজ্যের সব টিভি দর্শকের জন্য বাধ্যতামূলক। ব্রিটিশ আইনজীবীরা বলছেন, এ কারণে ট্রাম্পকে কোনো ক্ষতিপূরণ দিতে হলে তা রাজনৈতিকভাবে জটিল হয়ে উঠতে পারে।

১০৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটগুলোর একটির মুখে পড়ে বিবিসি জানিয়েছে, তারা তাদের কোনো প্ল্যাটফর্মে ওই তথ্যচিত্রটি আর পুনঃপ্রচার করবে না।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্র অনুষ্ঠানে ওই ক্লিপটি প্রচারিত হয়। এটি নিয়ে বিতর্কের জেরে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়।

ট্রাম্পের আইনজীবীদের দাবি, বিবিসির কারণে তার সুনাম ও আর্থিক অবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

বিবিসির বাইরে থাকা এক মাননিয়ন্ত্রণ বিশেষজ্ঞের একটি অভ্যন্তরীণ মেমো ফাঁস হওয়ার পর তথ্যচিত্রটি নিয়ে ব্যাপক নজরদারি ও সমালোচনা শুরু হয়। ওই মেমোতে তথ্যচিত্রটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত বিবিসিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ঘিরে চলমান বৃহত্তর তদন্তের অংশ।

এই তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে মামলা করেছেন, কারণ ব্রিটেনে মানহানির মামলা প্রকাশের এক বছরের মধ্যে করতে হয়। তবে ‘প্যানোরামা’ অনুষ্ঠানের এই পর্বটির ক্ষেত্রে সেই সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে।

মার্কিন সংবিধানের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা অতিক্রম করতে হলে ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে, সম্পাদনাটি শুধু মিথ্যা ও মানহানিকরই ছিল না, বরং বিবিসি জেনেশুনে দর্শকদের বিভ্রান্ত করেছে অথবা বেপরোয়াভাবে আচরণ করেছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বিবিসি যুক্তি দিতে পারে যে, তথ্যচিত্রটি মোটাদাগে সত্য ছিল এবং সম্পাদনার সিদ্ধান্তগুলো কোনো মিথ্যা ধারণা তৈরি করেনি। তারা এটাও দাবি করতে পারে এতে ট্রাম্পের সুনামের ক্ষতি হয়নি। সূত্র: রয়টার্স

এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিলিয়ন ১০ আন্তর্জাতিক ট্রাম্পের ডলারের বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা স্লাইডার
Related Posts
পূরণ করতে পারেনি

রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

December 16, 2025
নতুন রাজনীতি করতে হবে

বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে: জামায়াত আমির

December 16, 2025
ঐক্যবদ্ধ হওয়ার দিন

এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

December 16, 2025
Latest News
পূরণ করতে পারেনি

রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

নতুন রাজনীতি করতে হবে

বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে: জামায়াত আমির

ঐক্যবদ্ধ হওয়ার দিন

এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

৩১ বার তোপধ্বনী

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু

শিবির ধর, জবাই কর

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

ভয়াবহ আগুন

চট্টগ্রামে ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

হত্যাচেষ্টা

হাদি হত্যাচেষ্টা: নির্বাচনি প্রচারে থাকা আরেক সন্দেহভাজন চিহ্নিত

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বুধবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বন্ধ থাকবে মেট্রো রেল

আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল

শহীদদের প্রতি শ্রদ্ধা

সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.