কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৩ ফেব্রুয়ারি) শহীদ রাউফুন বসুনিয়ার জন্মস্থান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে সকালে শোক র্যালি, ও রাউফুন বসনিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন সংগঠন।
পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বসু তুমি যুগে যুগে সংগ্রামীদের অফুরাণ প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস.এম ছানালাল বকসীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. এস এম আব্রাহাম লিংকন প্রমুখ।
এর আগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এর সাথে মতবিনিময় করেন নব প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাযক্রমের অগ্রগতি তুলে ধরলে তদপ্রেক্ষিতে মুখ্যসচিব ভবিষ্যত কার্যপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় মুখ্যসচিবের সঙ্গে আগত অন্যান্য সচিবসহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌরসভার মেয়র কাজিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মত বিনিময়ের শেষে কৃষিবিদ দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম নেতা শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবর জিয়ারত করেন। পরবর্তীতে রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।