Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের এ সংকটকালে বিভেদের রাজনীতি, করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারেনা। এ লড়াই সবার বাঁচা মরার লড়াই। এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।
করোনা সংকটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যধারণের কোনও বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



