বিয়েতে খাবার খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৬

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামের এক বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হরিয়ানের কিসমত কুখন্ডি গ্রামের মো. কিরণ নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে অনুষ্ঠানে খাবার ও বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বহিরাগত আত্মীয়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।