স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে বল হাতে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর বিরতির পর আরো দুটি সাফল্য এনে দিয়েছেন আবু জায়েদ রাহী ও সৌম্য সরকার।
বিরতির পরপরই শেন মুসলিকে বোল্ড করেন রাহী। দলীয় ১০৪ রানে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান সৌম্য সরকার।
প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০৮ রান। এনক্রুমা বোনার ১১ ও কাইল মেয়ার্স ৪ রানে ব্যাট করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


