স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ভারতের সবাইকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তার অনুসারী ১৭ কোটি ৭০ লাখের বেশি। ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে সর্বোচ্চ এবং এশিয়ানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ অবস্থানে তিনি।
তবে এর চেয়ে বড় খবর হলো বর্তমানে পোস্টপ্রতি ৬ লাখ ৮০ হাজার ডলার হিসাবে পৌনে ৬ কোটি টাকারও বেশি ইনস্টাগ্রাম থেকে আয় করেন কোহলি। ২০২১ সালের ‘ইনস্টাগ্রাম রিচ লিস্ট’ প্রকাশ করে এই তথ্য দিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সলিউশন ‘হুপার এইচকিউ’। তালিকায় ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে বিশ্বে ১৯তম স্থানে রয়েছেন কোহলি।
ভারতীয়দের মধ্যে তিনিই প্রতি ইনস্টাগ্রাম পোস্ট বাবদ সবচেয়ে বেশি পৌনে ৬ কোটি টাকা আয় করেন। তালিকায় সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা গত বছর পোস্টপ্রতি নিয়েছেন ১৬ লাখ ৪ হাজার ডলার বা ১৩ কোটি ৭৮ লাখ টাকা।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, কোহলির অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তোলা ছবিগুলোতে লাইক-কমেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। জনপ্রিয়তার এই সুবিধা ইনস্টাগ্রামে কোহলি নিচ্ছেন বেশি পোস্টপ্রতি বেশি দর হাঁকিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।