
জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিলে গোসল করতে গিয়ে হামিদুর রহমান (১৫) ও রহিত (১২) নামের দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা করে উপজেলার গন্দর ব্রিজ (বিল) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী হামিদুর রহমান রনহট্টা গ্রামের আলমের ছেলে। তিনি রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে এবং নিহত রহিত (১২) নারগুন গ্রামের সোহাগের ছেলে। তিনি রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই উপজেলার গন্দর ব্রিজ এলাকায় ১০/১২ জন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে গন্দর ব্রিজে গোসল করতে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫ জন। এ সময় হামিদুর স্রোতের তোরে ডুবে যায় এবং রহিত নিখোঁজ হয়। কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় রহিতকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।