জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়ে।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে আলামিন হালদার নামের দৌলতদিয়ার ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, বুধবার ভোরে দৌলতদিয়া ১ নং ফেরিঘাট এলাকায় জাল ফেলেন স্থানীয় জেলে আলামিন হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পরে। সকালে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে এনে ডাক ওঠানো হয়। সেখানে আমি ১৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিই। পরে ঢাকা ও কয়েকটি জায়গায় আমার পরিচিত কয়েক জনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তাদের মধ্যে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী ২ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পাঠিয়ে দিই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


