স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ১ মাস ২৬ দিন। তার আগে বুধবার রাতে বিশ্বকাপের ভেন্যু ইডেন গার্ডেনের বামদিকের ড্রেসিং রুমের সরঞ্জামাদি পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি বুধবার রাতের। ড্রেসিং রুমের ফলস ছাদে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। ধোঁয়ায় ছেয়ে যায় চার-পাশ। টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে গেছে অনেক কিছু। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বড়সড় কোনো ক্ষতি না হলেও ড্রেসিং রুমে রাখা খেলোয়াড়দের সরঞ্জামাদি পুড়ে গেছে।
ইডেন গার্ডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর এই মাঠের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এরপর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। আর ৫ নভেম্বর হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। নভেম্বরের ১১ তারিখ মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। এছাড়া ১৬ নভেম্বর হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে।
বিশ্বকাপকে সামনে রেখে ইডেন গার্ডেনের সংস্কার কাজ চলছে। আইসিসি কিছুদিন আগে সংস্কার কাজ পরিদর্শন করে গিয়ে সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এখন আগুন লাগায় আগামী মাসে আরও একদফা পরিদর্শনে আসবে আইসিসির প্রতিনিধি দল।
এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সেক্রেটারি দেবব্রত দাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় যদি কারও গাফিলতি ধরা পড়ে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানিয়েছেন, আগুন লাগার এই ঘটনা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।