স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে সমর্থকদের যাতায়াতের জন্য ব্যবহার হওয়া কিছু বাস লেবাননকে দেবে কাতার।
লেবানিজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি কাতারের কর্মকর্তাদের সঙ্গে বাস নেয়ার আলোচনা করেন।
এর আগে কাতার জানায়, বিশ্বকাপসংশ্লিষ্ট অবকাঠামোগুলো উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হবে। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে ফুটবল স্টেডিয়াম, হাজার হাজার চেয়ার ও বাস।
বিশ্বকাপে ব্যবহারের জন্য কাতারে থাকা এক হাজার বাসের সঙ্গে আরও তিন হাজার বাস যুক্ত করা হয়।
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে চলতি বছর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় কাতার। আয়োজনকে সফল করতে দেশটিতে স্টেডিয়াম নির্মাণ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্প গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে দোহা মেট্রো, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গণপরিবহণ প্রকল্প।
৭৫ কিলোমিটারের এ প্রকল্পে ছিল ৩৭টি স্টেশন, ১৮ হাজার ট্যাক্সি ও তিন হাজারের বেশি বাইসাইকেল।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।