স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রেসে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাঠে নামছে বাংলাদেশের যুবারা।
রাকিবুল-আইচ মোল্লাদের এবারের প্রতিপক্ষ কানাডা অনূর্ধ্ব-১৯ দল। সেইন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করা বাংলাদেশ প্রথম ম্যাচেই ধাক্কা খায়। ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় রাকিবুলের দলকে। কোয়ার্টারে যেতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কানাডার কাছে কখনো না হারলেও এবার সতর্ক থেকে মাঠ নামতে হবে দলকে। টানা দুই ম্যাচ হেরে সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেছে কানাডা। যদিও ৩২১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন-আপের বিপক্ষে কানাডা তোলে ২১৪ রান। দলে আছে ভারতীয় বংশদ্ভূত বেশ কজন বোলার। তাই ব্যাটিংয়ে আইচ মোল্লা-মাহফিজুলদের নিতে হবে বাড়তি দায়িত্ব।
বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ যুবারা। অধিনায়কের আর্মব্যান্ডটাও ছিল বিশ্বজয়ী দলের সদস্য রাকিবুল হাসানের হাতে। তবে শুরুটা মোটেও ভালো হলো না লাল-সবুজের। ইংল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করে রাকিবুল-আইচরা।
গেল ১৬ জানুয়ারি প্রথমে ব্যাট করতে নেমে শত রানের গণ্ডিও পেরোতে পারেনি বাংলাদেশ। মাত্র ৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর আঁটসাঁট বোলিংয়ে শুরুটা ভালো হলেও এত অল্প পুঁজিতে জয়টা আসেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটের বড় হারই সঙ্গী।
বাংলাদেশ প্রথম উইকেট পায় নবম ওভারে। রিপন মণ্ডলের বলে আইচ মোল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার জর্জ থমাস। সাজঘরে ফেরার আগে করেন ৩২ বলে ১৫ রান। এরপর ১৪তম ওভারে অধিনায়ক রাকিবুল হাসানের শিকার হন টম প্রেস্ট। তিনি ফিরে গেছেন ১৬ বলে ৪ রান করে।
ইংল্যান্ড ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে করে ২৫ রান। অন্যদিকে, বাংলাদেশ ১০ ওভার শেষে করেছিল ৪ উইকেট হারিয়ে ১০ রান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।