স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। ২০ বছর পর বিশ্বকাপের আসরের আয়োজক ইংল্যান্ড। ‘শান্তিপ্রিয়’ হিসেবে পরিচিত দেশটিতে নিরাপত্তা ইস্যু নিয়ে খুব বেশি প্রশ্ন নেই।
তবুও বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি ভাবাচ্ছে শ্রীলঙ্কাকে। সম্প্রতি শ্রীলঙ্কার একাধিক গির্জা ও হোটেলে জঙ্গি হামলায় অন্তত ৩০০ জন নিহত হন। সেই ঘটনা শ্রীলঙ্কার ক্রিকেটেও দাগ কেটে গেছে। বাংলাদেশের মতো তাই শ্রীলঙ্কাও বিশ্বকাপে যাচ্ছে বাড়তি নিরাপত্তা নিয়ে। প্রসঙ্গত, নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও কদিন আগে কাছ থেকে প্রত্যক্ষ করেছেন মৃত্যুকে। এবারের ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের সফরকে কেন্দ্র করে তাই বোর্ড থেকে নিরাপত্তা কর্মকর্তা পাঠিয়েছে বিসিবি।
আর ঠিক একই পথে হেঁটেছে শ্রীলঙ্কা ক্রিকেটও। সরকারের সহায়তায় দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দিতে রাজি নয়। এ বিষয়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘বাড়তি নিরাপত্তার জন্য এসএলসি আবেদন করেছিলো। সেই ভাবনা থেকে আমরা সেরা অফিসারদের বেছে নিয়েছি।’
এসএলসি তো বটেই, খোদ আইসিসিও শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল শ্রীলঙ্কার সরকারকে। দেশটির শাসকরাও তাই লঙ্কানদের নিরাপত্তা রক্ষার বিষয়কে গুরুত্ব সহকারে দেখেছেন।
ফার্নান্দো বলেন, ‘আইসিসিও নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়ার কথা জানিয়েছে। তাই নিয়োগ পাওয়া অফিসাররা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। আর এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিও আমরা নিতে চাই না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।