স্পোর্টস ডেস্ক: পুরো বিশ্ব এখন মেতে আছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনায়। বাংলাদেশের মানুষের মাঝেও ফুটবলের বিশাল এই আসর ঘিরে আমেজ বিরাজ করছে। এদেশে স্বাভাবিকভাবে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থক বেশি। আর সমর্থকদের জন্য দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির থাকে নানা আয়োজন।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম নিয়ে নির্মাণ করেছেন ‘ব্যাচেলরস ফুটবল’ নাটক। নাটকটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। দেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাঙালিদর কাছেও পৌঁছে গেছে নাটকটি।
নাটকের জনপ্রিয় একটি চরিত্র ‘কাবিলা’, অর্থাৎ জিয়াউল হক পলাশ। কাবিলা চরিত্রের মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। একই সঙ্গে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীও পেয়েছেন। ব্যক্তিগতভাবে এই তারকা ব্রাজিল দলের সাপোর্টার। এবার প্রিয় দলের সমর্থক ও প্রিয় তারকাকে ব্রাজিলের ম্যাচ দেখার ব্যবস্থা করে দিতে চান এক ভক্ত।
সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ এ ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচের সময় ‘চ্যানেল 24’-কে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফুল নামের এক ভক্ত জানিয়েছেন, আমি একজন ব্রাজিল ভক্ত। ব্রাজিলের অনেক বড় ফ্যান। ব্রাজিলের খেলা দেখতে গ্রুপ পর্বের সবগুলো টিকিটই নিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলাকে একটা টিকিট দেয়ার। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের টিকিট দেয়ার খুব ইচ্ছে। তিনি যদি আসতেন তাহলে টিকিটটা তাকে দিতাম।
এদিকে ভক্তের এই ভালোবাসা এড়িয়ে যেতে পারেনি অভিনেতা। তিনি জানিয়েছেন, ভক্তের এই ভালোবাসার প্রতি আমার আবেগের বহিঃপ্রকাশ কীভাবে করব তা জানা নেই। তবে আমি এতটুকু বলব, আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমি।
ভক্ত আশরাফুলের উদ্দেশে অভিনেতা পলাশ বলেন, ভক্তদের ভালোবাসা আছে বলেই জীবন সুন্দর। আপনার টিকিট আমি পেয়ে গেছি ভাই। আমার প্রতি আপনার যে আবেগ, সেটাই আমার কাছে অনেক বড় উপহার। ভালো থাকবেন।
বাঁচা-মরার লড়াইয়ের আগে মেসির স্ত্রীর স্ট্যাটাসে ‘অবিশ্বাস্য’ বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।