স্পোর্টস ডেস্ক : আলোচনাটা পুরোনো। এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে না যাওয়ার ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। এই ঘটনার জেরে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। এশিয়া কাপ এবং বিশ্বকাপ বয়কট করার প্রস্তুতি নিচ্ছে দলটি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির সভাপতি নাজাম শেঠি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘এশিয়া কাপ না খেললে আমাদের তিন মিলিয়ন ডলার ক্ষতি হবে। এছাড়া আমরা যদি বিশ্বকাপ বর্জন করি তাহলে আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ হবে। বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারতের ম্যাচের গুরুত্ব অনেক। তাই এটা নিয়ে একটা ইস্যু তৈরি হবে।’
পাকিস্তান সুপার লিগ, পিএসএল থেকে আয় হওয়ায় এখন আর আইসিসির দিকে তাকিয়ে থাকতে চায় না পিসিবি, ‘আর্থিক বিষয়টা উদ্বিগ্ন হওয়ার মতো। এক্ষেত্রে আমার একটা মতামত আছে। অতীতে আর্থিক বিষয় নিয়ে আইসিসির ওপর নির্ভরশীল ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে কারণে তাদের শর্তাবলি আমাদের মেনে নিতে হতো। এখন আমাদের শক্তিশালী পিএসএল আছে। সেখান থেকে আমাদের অনেক আয় হচ্ছে।
‘আমরা আর্থিকভাবে আত্মনির্ভরশীল হয়েছি। আইসিসি যে পরিমাণ আর্থিক সহায়তা দিতো সে পরিমাণ এখন আমরা পিএসএল থেকেই পাচ্ছি। তাই বিশ্বকাপ এবং এশিয়া কাপ বয়কট করে যে ক্ষতি হবে সেটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ যোগ করেন শেঠি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে সম্মতি আছে দেশটির সমর্থকদের, ‘পাকিস্তানের সম্মান ও রাজনৈতিক বিষয়ের কথা মাথায় রেখে আমাদের এটা করতে হবে। ভারত আমাদের দেশে এসে খেলতে চায় না। তাই আমি জানি পাকিস্তানের মানুষও চায় না আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। সবাই চায় আমরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।