স্পোর্টস ডেস্ক : বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জনের সাথে একটাই আক্ষেপ ছিল―বিশ্বকাপ শিরোপা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে সেই আশাও পূরণ হয়ে গেল মেসির। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি।
ট্রফির গায়ে এঁকে দিলেন চুমু। চোখ দিয়ে ঝরল আনন্দাশ্রু।
যে ট্রফি এত আরাধ্য, সেটাকে কি হাতছাড়া করা যায়? অন্তত মেসি মনে হয় একমুহূর্তও ট্রফিটা হাতছাড়া করতে রাজি নন। তাই বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠেছেনও সেভাবেই। ট্রফি পাশে রেখেই ‘বেড টি’ নিয়েছেন। সোশ্যাল সাইটে সেই ছবিগুলো পোস্ট করে সবাইকে জানিয়েছেন কতটা আনন্দে কাটছে তার দিনগুলো।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৭১টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৬টি গোল। পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ফাইনাল খেলেছেন দুইবার। শেষ বিশ্বকাপেই পেলেন শিরোপার স্বাদ। গত বছর জিতেছেন কোপা আমেরিকা। ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা বা সম্মান নেই যেটা সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি অর্জন করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।