স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপার খরা ঘোচায় আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে আলবিসেলেস্তেরা। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রফি জিতেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
তবে এই বিশ্বকাপে মেসি-আলভারেজ-ডি মারিয়াদের নামের পাশে আসবে আরও একটি নাম। তিনি আর্জেন্টাইনদের আনসাং হিরো, বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক দলটির গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
ফাইনালের পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের স্বপ্নের নায়ক বনে যান এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ে এমন অবদান রাখার পরও মার্টিনেজকে যতদ্রুত সম্ভব বিক্রি করে দিতে চায় তার ক্লাব অ্যাস্টন ভিলা।
ক্লাবটির কোচ উনাই এমেরি আগে থেকেই মার্টিনেজের উপর বিরক্ত ছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের বিতর্কিত উদযাপনের পর আরও বিরক্ত হন এমেরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই গোলরক্ষককে বিক্রি করতে চাইছে অ্যাস্টন ভিলা। খবর- গোল ডট কম ও ফিচাজেস।
অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২০ মৌসুমে চুক্তি করেন মার্টিনেজ। ২০২১ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার। দুর্দান্ত পারফরম্যান্সের পরও বিতর্কিত উদযাপনের কারণে এবার দারুণ সমালোচনায় পড়েছেন তিনি।
সূত্র: গোল ডট কম ও ফিচাজেস।
ইতিহাস গড়া হলো না আর, শেষ মুহূর্তে হেরে ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।