স্পোর্টস ডেস্ক: চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দল থেকেই বিশ্বকাপের দল বাছাই করেছে নির্বাচকরা। এই সিরিজের ১৯ সদস্যের মধ্যে ১৫ জনকে মূল দলে জায়গা দিয়ে ঘোষণা করা হয় বিশ্বকাপের দল। এর পাশাপাশি আরও দুইজনকে রাখা হয় স্ট্যান্ডবাই হিসেবে। অর্থাৎ সবমিলিয়ে ১৭ জন বিশ্বকাপ খেলতে যাবেন। তবে কপাল পুড়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তাদের।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে থাকলেও টি-টোয়েন্টিতে নিয়মিত ছিলেন না তাইজুল ইসলাম। তবে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে চলতি বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। এছাড়া জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার নাম থাকলেও মাঠে নামা হয়নি। টি-টোয়েন্টি ফরমেটে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। তাই ধারাবাহিকতার অভাবে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে বিশ্বকাপে খেলার আক্ষেপ থেকে গেছে মোসাদ্দেক হোসেনেরও। নিউজিল্যান্ড সফরের পর জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। কিন্তু মাঠে নামার সুযোগ পাননি এই অলরাউন্ডার। তবে নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচে সুযোগ পান মোসাদ্দেক। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে জায়গা হলো না তার।
এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।
এই দলে প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ’বি’ গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে সুপার-১২’র টিকিট।
বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাইপর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডকে। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার ও শামীম পাটোয়ারী।
স্ট্যান্ডবাইঃ
রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।