স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল পোল্যান্ড। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তো ঘোষণা দিয়েছে রাশিয়ার বিপক্ষে মাঠেই নামবে না তারা। ফলে আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাশিয়ার মস্কোতে পোল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়ে।
তবে রবিবার নিজেদের এক বিবৃতিতে সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবে। তবে মাঠে নিজেদের জাতীয় পতাকা নিয়ে নামতে পারবে না এবং জাতীয় সংগীত গাইতে পারবে না দলটি। এমনকি তাদের ঘরের ম্যাচগুলোও আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেসব ম্যাচে কোনো দর্শকের উপস্থিতিও থাকতে পারবে না বলে নির্দেশ দিয়েছে ফিফা।
ফলে রাশিয়ার যদি মাঠে নামতে হয় তবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে খেলতে হবে। তবে ফিফার এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেসজা। তিনি ফিফার সমালোচনা করে বলেন, ‘ফিফার এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা তাদের বিপক্ষে কোনো ম্যাচে অংশগ্রহণ করতে রাজি নই। যে নামেই তারা খেলতে নামুক না কেন।’
টুইটারে নিজের বিবৃতিতে রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের জন্যও আবেদন তোলেন পোলিশ ফুটবলের প্রধান। তিনি আরও যোগ করেন, ‘যদি ফিফার মানবাধিকার নীতি কেবল কাগজে না থাকে তবে তাদের উচিত রাশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ দেওয়া।’
কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে রাশিয়া যদি পোল্যান্ডের সঙ্গে জিতে যেত তবে এরপর ২৯ মার্চ চেক রিপাবলিক অথবা সুইডেনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু এই দুই দেশও রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। একইভাবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও রাশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।