স্পোর্টস ডেস্ক: হাঁটুর ইনজুরি কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি ফরাসি তারকা পল পগবার। আর সে কারনেই এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা মিডফিল্ডার। এমন তথ্যই নিশ্চিত করেছে তার এজেন্ট রাফায়েলা পিমেন্টা।
এক বিবৃতিতে পিমেন্টা এ সম্পর্কে বলেছেন, ‘তোরিনোতে করা গতকাল ও আজকের মেডিকেল রিভিউর ভিত্তিতে এই বিষয়টি অন্তত নিশ্চিত যে অস্ত্রোপচার থেকে সেড়ে উঠতে পগবার আরো কিছুদিন সময় লাগবে। এ কারনে বিশ্বকাপের আগে জুভেন্টাসে আর ফেরা হচ্ছেনা পগবরা। একইসাথে কাতারে ফ্রান্স দলেও যোগ দিতে পারছেন না।’
জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ইতোমধ্যেই জানিয়েছিলেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের বিশ^কাপের আগে সিরি-আ দলে ফেরা প্রায় অসম্ভব। এদিকে ইতালিয়ান গণমাধ্যম সোমবার জানিয়েছিল উরুর ইনজুরির কারনে আরো হয়তো ১৫ দিনের মত পগবাকে বিশ্রামে থাকতে হতে পারে। জুভেন্টাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে সম্প্রতি বিশেষজ্ঞর পরার্মম অনুযায়ী পগবার সুস্থ হতে আরো কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়া জরুরী।
মাঠের বাইরে থাকা জুভেন্টাসের ১২ জন খেলোয়াড়ের মধ্যে পগবা অন্যতম। গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে আসার পর থেকে এখনো পর্যন্ত মাঠে নামতে পারেননি এই ফরাসি তারকা। জুলাইয়ে ডান হাঁটুর মেনিসকাসে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। বিশ^কাপে কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে তাকে অস্ত্রোপচারের টেবিলে না বসানোর চেষ্টা করা হয়েছিল। গত মাসের শুরুতে তিনি অনুশীলনেও ফিরেছিলেন। কিন্তু পরবর্তীতে দ্রুত সুস্থতার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হলে আরো দুই সপ্তাহের জন্য তিনি দলের বাইরে চলে যান।
চার বছর আগে রাশিয়া বিশ^কাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর ম্যাচটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পগবা। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইতোমধ্যেই দিদিয়ের দেশ্যমের জাতীয় দল থেকে চার মাসের জন্য ছিটকে পড়েছেন মধ্যমাঠে পগবার সঙ্গী এন’গোলো কান্তে। আগস্টে টটেনহ্যামের বিপক্ষে খেলতে গিয়ে চোট পাবার পর থেকে চেলসি দলের বাইরে রয়েছেন ৩১ বছর বয়সী কান্তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।