মার্কিন আইইনপ্রণেতা জানিয়েছেন, বিদেশি দেশগুলোর মতো করোনাভাইরাস শনাক্ত করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই। তবে দেশটি এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সিএনএন, বিবিসি, ডেইলি মেইল
এই রোগের কারণে বাতিল হয়ে গেছে জার্মান চ্যান্সেলর এনগেলা মেরকেলের উত্তরসুরী নির্বাচন। ২৫ এপ্রিল এ সংক্রান্ত ভোটাভুটির হবার কথা ছিলো।
বৃহস্পতিবার সর্বশেষ দেশ হিসেবে করোনাভাইরামের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এক চীনা ব্যবসায়ীর শরীরে এই ভাইরাসের সন্ধান মেলে।
দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা। এটি ইউরোপের ৩য় লিগ হিসেবে লা লিগা স্থগিত হলো।
ইতালিতে ফার্মেসী ছাড়া সব ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। দেশটিতে নতুন করে ২ হাজার মানুষ সংক্রমিত হলে তা বেড়ে ১২ হাজার ৪৬২ জনে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ৮২৭ জনের।
ইউরোপ এবং রাশিয়ার একটি যৌথ মিশনের মাধ্যমে ২০২২ সালে চাঁদে একটি রোভার নিয়ে যাবার কথা ছিলো। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এই অভিযান বাতিল ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।