বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৬%
আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ের কারণে বিশ্ববাজারে বেড়েছে সোনার চাহিদা। এতে ২০২২ সালের শেষ দিকে বেড়ে যায় মূল্যবান এই ধাতুর দাম। সেই ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে নতুন বছরেও। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) বলছে, গত জানুয়ারি মাসে সোনার দাম বাড়ার মূল কারণ ছিল ডলার দুর্বল হওয়া। মার্কিন ডলার ও ট্রেজারি ইয়েল্ডের দাম পড়ায় অন্যান্য মুদ্রার অধিকারীদের কাছে সোনা সস্তা হয়। এতে গত মাস শেষে বিশ্ববাজারে সোনার দাম ৬.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৯২৪ ডলার। যদিও ফেব্রুয়ারি মাসে আবার দাম কিছুটা কমেছে। গতকাল সোমবার বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮৬০ ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) জানায়, ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে এক হাজার ১৩৬ টন। পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ক্রয় এটি। এতে ২০২২ সালে বিশ্বে সোনার চাহিদা ১৮ শতাংশ বেড়ে হয় চার হাজার ৭৪০.৭ টন, যা ২০১১ সালের পর থেকে সর্বোচ্চ। ২০২১ সালের চেয়ে চাহিদা বেড়েছে এক-পঞ্চমাংশ। সাধারণত রাজনৈতিক দ্বন্দ্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ে।
রোজেনবার্গ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ ডেভিড রোজেনবার্গ বলেন, ‘এ বছরের অর্থনৈতিক অবস্থা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন বিনিয়োগকারীরা শুধু বলেন পরিস্থিতি কতটা খারাপ হবে এবং তাঁরা নিজেদের সম্পদ কিভাবে রক্ষা করবেন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে তাঁরা স্বর্ণকেই দেখছেন। এর আগে ডলারের দাম বাড়ায় তাঁরা বন্ডে বিনিয়োগ করেছেন, কিন্তু ডলারের সর্বোচ্চ দাম আমরা পার হয়ে এসেছি, ডলার এখন নিম্নমুখী।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে, এ অবস্থায় ফেডারেল রিজার্ভ সুদের হার আর সহজে বাড়াবে না। ফলে গত বছর আমরা দেখেছি ডলারের সাফল্য, এবার দেখতে পাব স্বর্ণের সর্বোচ্চ দাম। ২০২৩ সাল হবে স্বর্ণের রেকর্ড দামের বছর।’
কচ্ছপের শরীরে ক্যামেরা লাগিয়ে সাগরে ছেড়ে দেওয়া হল, পানির নিচে নামতেই যা ঘটলো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।