বিশ্বের সবচেয়ে বড় জার্সি তৈরি হলো মেসির জন্য

মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দল ফাইনালে ওঠার পর দলটির জার্সি প্রস্তুত কারক প্রতিষ্ঠান অ্যাডিডাস জানায় বিশ্ব বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না লিওনেল মেসির জার্সি। অ্যাডিডাসের কোনো আউটলেটেই মিলছে না মেসির ১০ নম্বর জার্সি, তৈরি হয়েছে দারুণ সংকট।

এটি ছিল আর্জেন্টিনার ফাইনাল ওঠার পরের ঘটনা। কিন্তু দলটি তৃতীয়বারের বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে মেসিজর ভক্তদের সংখ্যা আরও বাড়ে। তার বাঁ পায়ের শৈল্পিকতায় বুঁদ হয়ে থাকা সমর্থকরা তার এই জয়ে কত কত আয়োজনে রাখে। এরই ধারাবাহিকতায় এবার মেসির জন্য এক বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন মেসির কলম্বিয়ান এক ভক্ত। মেসির জন্য তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় জার্সি। খবর- এএফপি।
মেসি
আলেজান্দ্রো উরিবে নামের কলম্বিয়ার এক শিল্পী মেসির জন্য এই বিশেষ শার্ট তৈরি করেছেন। যা দৈর্ঘ্যে ২০ মিটার ও প্রস্থে ১৭ মিটার। শার্টটি দৈর্ঘ্যে-প্রস্থে বিশ্বের সবচেয়ে বড় শার্ট।


এছাড়াও এটিকে বাতাস দিয়ে ফুলিয়ে বড় করা যায়। যার ভেতরে বাচ্চারা ঢুকে খেলাধুলাও করতে পারবে।

মেসির জন্য তৈরি করা ওই জার্সি সম্পর্কে আলেজান্দ্রো উরিবে বলেন, ‘শার্টটি গলা থেকে কোমর পর্যন্ত ২০ মিটার লম্বা। এর পাশাপাশি এক হাত থেকে আর এক হাতের প্রস্থ ১৭ মিটার। আজ আমরা এই শার্টে বাতাস প্রবেশ করিয়েছি। এমনকি বাচ্চারা শার্টের ভেতর ফুটবল খেলাটাও বেশ উপভোগ করছে। পুরো বিশ্বে শার্টটি প্রদর্শন করা হবে।’

জমজমাট বিশ্বকাপ শেষে স্টেডিয়ামগুলোতে এখন যা করছে কাতার