জুমবাংলা ডেস্ক : বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ঢাবির ভিসি চত্বর থেকে হিজাব র্যালি শুরু হয়। ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শেখ রাসেল টাওয়ার প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের এসে র্যালিটি শেষ হয়। রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
‘১২ তম বার্ষিক বিশ্ব হিজাব দিবস ২০২৫’ উপলক্ষে হিজাব র্যালি আয়োজন করে ‘প্রটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া – ঢাকা বিশ্ববিদ্যালয়’।
কর্মসূচিটির আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, আমরা যারা ফ্যাসিবাদের আমলে নিকাব পরেছি তারা বিভিন্ন ভাবে হেনস্তার শিকার হয়েছি। শুধু নিকাবই নয়, ভাইয়েরা যারা দাঁড়ি-টুপি পরতো তারা যেখানে এটা স্বাভাবিকভাবেই পরতে পারার কথা সেখানে তারাই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমরা এগুলোকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করেছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আাসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বলেন, যেকোনো বিষয় জানার আগে আমাদের এর পেছনের ইতিহাস জানা প্রয়োজন। আমরা যেমন দেখেছি জুলাই গণ-অভ্যুত্থানের মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রকার ইতিহাস বিকৃতিমূলক প্রপাগান্ডার শিকার হয়েছি। তাই আমরা যদি ইতিহাস না জানি তাহলে এই ‘হিজাব ডে’ টি আস্তে আস্তে হারিয়ে যাবে।
‘হিজাব ডে’ এর ইতিহাস ব্যাখ্যা করে তিনি বলেন, বিগত চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবসকে কেন্দ্র করে কিছু ইভেন্ট করেছে। কিন্তু সার্বিকভাবে এটা এখনো বাংলাদেশে পপুলার না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।