বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে নর্থ জোন। মাত্র ১৬৬ রানে গুটিয়ে যাওয়া ইস্ট জোনের বিপক্ষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭১ রান সংগ্রহ করে দিন শেষ করে নর্থ জোন।
রাজশাহীতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। ওপেনিংয়ে নেমে একপ্রান্তে থিতু হয়ে থেকে অর্ধশতক হাঁকান মোহাম্মদ আশরাফুল। শেষদিকে দলকে উল্লেখযোগ্য সংগ্রহ এনে দিতে চেস্টা করনে আফিফ হোসেন ধ্রুবও। তবে ১৬৬ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে ইস্ট জোন। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আশরাফুল। আফিফ করেন ৫৪ বলের মোকাবেলায় ৩৭ রান।
নর্থ জোনের হয়ে এদিন বোলার শফিকুল ইসলাম একাই পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া তিনটি উইকেট শিকার করেন সানজামুল ইসলাম।
ইস্ট জোনের করা সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে নর্থ জোন। তানজিদ হাসান তামিম ৯০ বলে ৩৫ ও জুনায়েদ সিদ্দিকী ৮০ বলে ৩০ রান করে মাঠে অপরাজিত রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।