স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) শেষ হয়ে গেল সৌরভ গাঙ্গুলীর অধ্যায়। নতুন সভাপতি হিসেবে গত এক সপ্তাহ ধরেই সাবেক ক্রিকেটার রজার বিনির নাম শোনা যাচ্ছিল।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিসিসিআইয়ের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি।
বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি বিনিকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। সুপ্রিম কোর্টের রায়ে আইন সংশোধনের ফলে সৌরভ গাঙ্গুলীর দ্বিতীয় মেয়াদেও সভাপতি হওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি মনোনয়পত্র জমা দেননি। এছাড়া জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আশিষ শেহলার। আগের বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে দেওয়া হয়েছে আইপিএল সভাপতির দায়িত্ব। সহ-সভাপতি হয়েছেন রাজিব শুক্লা এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেভাজিত সাইকিয়া। নতুন সভাপতি রজার বিনি ভারতের হয়ে ২৭ টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন সাবেক এই অল-রাউন্ডার। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
বিদায়ী সভাপতি সৌরভ বলেছেন, আমি রজারকে শুভকামনা জানাচ্ছি। নতুন দায়িত্বপ্রাপ্ত দল সংস্থাকে সামনের দিকে এগিয়ে নেবে। বিসিসিআইয়ের দায়িত্ব দারুণ কিছু মানুষের হাতে আছে।
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের লেগ স্পিনার মেইয়াপ্পন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।