আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। দেশজুড়ে চলমান এই বিক্ষোভে এবার যুক্ত হয়েছে এক অভিনব প্রতিবাদ। বিয়ের সাজে বর-কনে এই গণবিক্ষোভে যোগ দিতে নেমে এসেছেন রাস্তায়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, একাধিক বিয়ের আসরে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে বর-কনেদের। বর-কনে ও হবু দম্পতির এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দারুণভাবে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তারা।
শংকর দাস নামে এক ব্যক্তি টুইটার পোস্টে এ রকম পাঁচটি বিয়ের ছবি দেখা গিয়েছে। যেখানে বর-কনেরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করছে। কেরালাতেই এসব বিয়ে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুইটি নবদম্পতিকে দেখা গিয়েছে, বিয়ের সাজে অংশ নিয়েছেন বিক্ষোভে। সিএএ ও এনআরসি বাতিলের দাবি জানান তারা। নাগরিকত্ব আইনকে ধর্মীয় বৈষম্যমূলক বলেও অভিহিত করেন তারা।
উল্লেখ্য, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভকালে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে, চলছে গণগ্রেফতার-আটক। এমন পরিস্থিতিতেও জন দাবি মেনে নেয়ার বিষয়ে ভ্রুক্ষেপ নেই বিজেপি নেতৃত্বাধীন সরকারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।