জুমবাংলা ডেস্ক : খরচ নিয়ে তর্কাতর্কি হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে বর ও কনের বাবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে বড়ভিটা ইউনিয়নের মেলাবর ডাক্তারপাড়া গ্রামে।
আটককৃতরা হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর তানশাপাড়া গ্রামের বর জুয়েল রানা ও তার বাবা নওশেন মিয়া, চাচা শহিনুর রহমান, মামা ঘাগরটারী গ্রামের সবুর মিয়া ও কনের বাবা রফিকুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, পারিবারিকভাবে পিকআপচালক জুয়েলের সঙ্গে রফিকুলের মেয়ের বিয়ে ঠিকঠাক হয়। বুধবার রাতে বরকে সঙ্গে নিয়ে তার বাবা, মামা ও চাচা বিয়ের অনুষ্ঠানে আসেন। তিন দিন আগে নেত্রকোনায় বিয়ে করছে বলে বর বিয়ের আসরে বসার আগে জানায়।
এ ঘটনায় বর ও কনেপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কনেপক্ষের লোকজন অনুষ্ঠানের ব্যয়ভার বহনের জন্য বর ও তার বাবা, চাচা ও মামাকে আটকে রাখে। পরে বরপক্ষ ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর ও কনের বাবাসহ ওই পাঁচজনকে আটক করে।
কিশোরগঞ্জ থানার এসআই আক্কেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক বর-কনের বাবাসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।