স্পোর্টস ডেস্ক: অতি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আলোচনায় আসেন নাসির। সে প্রসঙ্গ আর নয়। নতুন খবর হলো মাঠে ফিরেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই অলরাউন্ডার। একজন ক্রিকেটারের জন্য বিতর্ক, সমালোচনার জবাব দেয়ার সুযোগ মাঠের পারফর্ম্যান্স দিয়েই। সেঞ্চুরি থেকে ৭ রান পিছিয়ে থেকে বুধবার মাঠে নামেন নাসির হোসেন, প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের অষ্টম শতক তুলতে খুব একটা সময় নেননি তিনি। সালাউদ্দিন শাকিলের বলে আউট হওয়ার আগে ১১৫ রান করেন নাসির।
১৩৫ রানের লিড নিয়ে ঢাকা বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ঢাকার লিডের লাগাম টেনে ধরতে হলে ভালো বোলিংয়ের বিকল্প ছিল না রংপুরের কাছে। এদিন বল হাতেও জ্বলে উঠে নাসির হোসেন, ২১ রান খরচায় তিনি নিয়েছেন ৪ উইকেট। তাতে ঢাকার দ্বিতীয় ইনিংস থামে ১২৮ রানে। তৃতীয় দিন শেষে জয়ের জন্য রংপুরের দরকার ২২৯ রান হাতে আছে ৮ উইকেট।
স্কোর: ঢাকা বিভাগ ৩৬৫/১০ ও ১২৮/১০, রংপুর বিভাগ ২৩০/১০ ও ৩৫/২
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



