পুলিশ জানায়, গত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানার জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে দুই যুবক। অপহরণকারীরা ভিকটিমকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে। ভিকটিমের বাবা বুধবার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থানায় মামলা করলে রাতেই অভিযানে নামে জালালাবাদ থানা পুলিশের একটি দল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আশরাফুল সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঝলক দাস ও পলক দাসকে গ্রেপ্তার করেন এবং সেই সঙ্গে তাদের হেফাজতে থাকা তরুণীকে (১৭) উদ্ধার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।