জুমবাংলা ডেস্ক : রংপুরের তারাগঞ্জে বিয়ের ৬ মাস পর স্বামীর কাছ থেকে তালাকের কপি পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আতোয়ারা বেগম (২০) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর কোরানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতোয়ারা বেগম ওই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। তিনি তারাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
জানা গেছে, প্রায় ৬ মাস আগে আতোয়ারা বেগমের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার ইকরচালি ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের বাবু আহাম্মেদের ছেলে আসাদুজ্জামান দুখুর (২৬)। কয়েকদিন আগে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে আসেন।
এরপর তার স্বামী ডাকযোগে স্ত্রী আতোয়ারা বেগমকে ডির্ভোসের কপি পাঠান। বৃহস্পতিবার সকালে কপিটি হাতে পাওয়ার পর বাবার বাড়িতে বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পিতা আলতাফ হোসেন কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে জামাইয়ের দেয়া ডিভোর্সের কাগজ পেয়ে মনের দুঃখে আত্মহত্যা করেছে।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল ওই গৃহবধূর আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলীর বলেন, ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।