
কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগে মারা গেলেন বীর প্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় তিনি নিজ বাড়ি কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে মারা যান।
তার ছেলে আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন। আবু তাহের বলেন, আম্মা মৃত্যুবরণ করার পর আব্বা আব্দুল মজিদ দুশ্চিন্তায় পড়ে যান। তখন থেকেই তিনি শয্যাশয়ী হয়ে পড়েন। তিনি শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার যথার্থ চিকিৎসা করা হলেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। অবশেষে মায়ের পথ ধরে তিনি সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে রাজীবপুরের কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির সংলগ্ন তারামন বিবির কবরের পাশে আব্দুল মজিদকে দাফন করা হয় বলে জানান আবু তাহের।
তার স্ত্রী বীর প্রতীক তারামন বিবি ২০১৮ সালে ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তারামন বিবি ছিলেন মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের নারী যোদ্ধা। এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।