Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কেরানীগঞ্জে কদমতলীর মোড়ে সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২১ জনকে বিভিন্ন মেয়াদের জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকালে কেরানীগঞ্জ কদমতলীতে মোড়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন। দেখা যায়, ৬ কিশোর মাস্ক ছাড়াই রিকশা করে যাচ্ছে। এ সময় তাদের অটোরিকশা থামিয়ে জানা যায়, তারা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে বের হয়েছে।
জিজ্ঞাসাবাদে কিশোররা জানায়, এলাকায় খেলাধুলা শেষে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যাচ্ছে তারা। পরে তাদের সকলকে মাস্ক পরতে দেন। কিছু সময়ের জন্য তাদের দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। মিনিট তিনেক পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে রিকশাটিকে দাঁড় করিয়েই রাখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



