কুমিল্লার বুড়িচং উপজেলায় নৈশ প্রহরীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে। তিনি বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব ও বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বুড়িচং বাজার এলাকায়। আহত নৈশপ্রহরী দুলা মিয়া বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার পাহারার সময় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন দুলা মিয়া। এসময় ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হাতে থাকা কাঠের দণ্ড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটান। এতে তার পিঠ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “একজন শ্রমজীবী বৃদ্ধ পাহারাদারকে এভাবে মারধর করা বর্বরোচিত ও মানবিকতার পরিপন্থী। দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা হাসপাতালে অবস্থান করছেন। মামলা করার প্রস্তুতি চলছে।
হাসপাতালের বেডে শুয়ে দুলা মিয়া সাংবাদিকদের বলেন, “তুই কি সাব হয়েছিস নাকি বলে আমার হাতের লাঠি দিয়ে আমাকে পেটাতে থাকেন দেলোয়ার। আমি মাটিতে লুটিয়ে পড়লে প্রাণ বাঁচাতে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হয়।”
অভিযুক্ত দেলোয়ার হোসেন অবশ্য দাবি করেছেন, বাজারে মোবাইল চুরি হওয়ার পর পাহারাদাররা দায়িত্বে অবহেলা করছিলেন। এজন্যই তার সাথে ঝামেলা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।