খেলাধুলা ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপে দুরন্ত সূচনা হয়েছিল বাংলাদেশের। পরের দুই ম্যাচেই হার। চতুর্থ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় দিয়ে ফিরতে চেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু বেরসিক বৃষ্টি খেয়ে নিয়েছে ম্যাচটা।
বৃষ্টির কারণে আজকের ম্যাচটা বাতিল করেছেন আম্পায়াররা। ফলে মাঠে না নেমেই পয়েন্ট পেয়েছে টাইগাররা। কিন্তু এই পয়েন্ট প্রাপ্তির চেয়ে বাংলাদেশের হতাশাটাই বেশি ফুটে উঠেছে। কারণ ধুঁকতে থাকা লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের পূর্ণ পয়েন্টের আশা ছিল।
পূর্ণ পয়েন্ট বঞ্চিত হওয়ায় হতাশ হয়েছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। ম্যাচ বাতিলের পর তিনি বলেছেন, ‘এটা খুবই হতাশার। এই ম্যাচে আমাদের লক্ষ্য ছিল দুই পয়েন্ট। আমি জানি শ্রীলঙ্কা লড়াই করতো। তাদের হালকাভাবে নেওয়ারও সুযোগ ছিল না।’
ব্রিস্টলে এনিয়ে দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপ চলাকালীন বৃষ্টি হতে পারে সেটার পূর্বাভাস অবশ্য আগে থেকেই দিয়ে রেখেছিল দেশটির আবহাওয়া অফিস। বাংলাদেশ কোচের মতে এখানকার আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপে রিজার্ভ যে রাখা উচিত ছিল।
ক্ষুব্ধ হয়েই টাইগারদের ইংলিশ কোচ রোডস বলেছেন, ‘(রিজার্ভ ডে) অবশ্যই উচিত ছিল। ইংলিশ আবহাওয়ায় অনেক বৃষ্টিপাত হবে এটা আগে থেকেই অনুমিত ছিল। কখন বৃষ্টি হবে সেটার নিশ্চয়তা কেউ দিতে পারে না।’
অবশ্য হতাশা থাকলেও বাস্তবতা মেনেই এখন এগোতে চান বাংলাদেশ কোচ। টাইগার কোচ নতুন শুরু চান। সেটা পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রোডস বলেছেন, ‘আবহাওয়া নিয়ে কিছু করার নেই। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জয়ের চেষ্টা করতে হবে। নতুন করে শুরু করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।